আফগানিস্তানে তালেবানের নেতৃত্ব নিয়ে মালালার গভীর উদ্বেগ

| আপডেট :  ১৫ আগস্ট ২০২১, ০৯:৩৭  | প্রকাশিত :  ১৫ আগস্ট ২০২১, ০৯:৩৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার। আফগানিস্তানে তালেবানের প্রবেশ এবং সে দেশের প্রেসিডেন্টের পদত্যাগের অব্যবহিত পরেই ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মালালা ইউসুফজাই।

সমমাজকর্মী নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানে মেয়েদের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা কর্মী এবং সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে তীব্র ভাবে চিন্তিত। আজ রোববার এক টুইট বার্তায় ইউসুফজাই বলেছেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করায় আমরা পুরোপুরি ধাক্কা খেয়েছি। আমি আফগানিস্তানের নারী, সংখ্যালঘু এবং মানবাধিকারের সমর্থকদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। টুইট বার্তায় মালালা ইউসুফজাই আরও বলেন, বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় শক্তিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি জরুরি মানবিক সহায়তা প্রদান এবং শরণার্থী ও বেসামরিকদের রক্ষা করতে হবে।

এদিকে জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে সরকার। স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবান যোদ্ধারা সরকারের কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত