গোপালগঞ্জে ২২ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ

| আপডেট :  ১৬ আগস্ট ২০২১, ০৫:২৩  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২১, ০৫:২৩

বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ২২ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্যাম্যমান আদালত। আজ সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলার রামশীল নদীতে ও ভাঙ্গারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, নদীতে চায়না জাল দিয়ে মাছ ধরা ও দোকানে কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় রামশীল নদী থেকে ২ হাজার মিটার চায়না জাল ও ভাঙ্গাহাট বাজার থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেয়া হয়। জব্দকৃত জালের বাজার মূল্য লক্ষাধিক টাকা।

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান। এ অভিযানে কোটালীপাড়া উপজেলা মৎস কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থি ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত