আবারও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, আয়রন ডোমে ধ্বংস

| আপডেট :  ১৬ আগস্ট ২০২১, ০৭:০৭  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২১, ০৭:০৫

আবারও গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ সোমবার (১৬ আগস্ট) এই হামলায় একটি রকেট ব্যবহৃত হয়।

ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে দেয়। এসব তথ্য উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মে মাসে সংঘটিত ১১ দিনের হামাস-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম রকেট হামলা হলো। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের কান রেডিও এইজন্য হামাসকে দায়ী করেছে।

তারা বলেছে, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে চার প্যালেস্টাইনি নিহত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা হতে পারে। রকেট ছোঁড়ার পরপরই ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সাইরেন বেজে ওঠে। ইসরায়েল গাজা থেকে যেকোনো হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত