কাবুল বিমানবন্দরে জনসমুদ্র, নিহত অন্তত ৫ জন
দুই দশক পর আফগানিস্তানের শাসন ক্ষমতায় ফিরেছে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বর্তমানে চলছে সরকার গঠনের প্রক্রিয়া। আর তালেবানের আফগান দখলের পর শঙ্কা, উৎকণ্ঠায় রয়েছে দেশটির সাধারণ জনগণ। দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানা গেছে।
যদিও এই পাঁচজনের মৃত্যুর কারণ গুলি নাকি পদপিষ্ট হওয়া- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। লোকজনের চাপ সামলাতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা আজ ফাঁকা গুলি চালিয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা।
এদিকে যাঁরা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাঁদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে দেশগুলো। ইতিমধ্যে সেখানে নিজেদের সেনা সদস্য পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি।
এর আগে রোববার রাতে তাজিকিস্তান পালিয়ে যায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ সামাজিক যোগাযোমাধ্যমে তিনি জানিয়েছেন, সাধারণ জনগনের রক্তক্ষয় বন্ধ করা ও সংঘাত এড়াতেই দেশত্যাগ করেছেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত