আফগানিস্তানে আটকে পড়া হিন্দু ও শিখদের নিয়ে যে সিদ্ধান্ত নিলো ভারত
আবারও ক্ষমতায় ফিরছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। আগামী কয়েক দিনের মধ্যে শান্তিপূর্ণভাবে আফগানিস্তানের ক্ষমতা নিজেদের হাতে চায় তালেবান।
তবে আফগানিস্তানে অল্প পরিমাণে শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছে। ভারত জানিয়েছে, জরুরি ভিত্তিতে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিক হিন্দু ও শিখদের ফিরিয়ে আনতে চেষ্টা করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি ওই বিবৃতিতে জানান, আমরা আফগান শিখ এবং হিন্দু কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে যাচ্ছি। যারা আফগানিস্তান ছাড়তে চায় আমরা তাদের ভারতে প্রত্যাবাসনে ব্যবস্থা করে দেবো।
এদিকে রাজধানী কাবুলে প্রবেশের কয়েক ঘণ্টা পর শিখ ও হিন্দু কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে তালেবান প্রতিনিধি দল। এসময় তালেবানরা তাদের ভয় না পেতে বা দেশ না ছাড়তে আহ্বান জানায়। বরং নিজেদের মোবাইল নম্বর দিয়ে এসেছে তালেবান প্রতিনিধিরা। কোনও সমস্যা হলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, এ কথাও জানানো হয়েছে।
এর আগে, রোববার সকাল থেকেই কাবুলের পরিস্থিতি বদলাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে তালেবান যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা তাদের যোদ্ধাদের কাবুলের প্রবেশপথে বিভিন্ন পয়েন্টে অবস্থানের নির্দেশ দিয়েছে। জোর করে কাবুল দখলের কোনো পরিকল্পনা তাদের নেই। গোষ্ঠীর এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের নিরাপদে যেতে দিতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সুহেইল শাহীন জানিয়েছেন, তারা কাবুলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত