চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে বিএনপির ২৬ নেতাকর্মী রিমান্ডে

| আপডেট :  ১৮ আগস্ট ২০২১, ০৯:৪০  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২১, ০৯:৪০

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৪৫ জনের প্রত্যেকে পাঁচদিন করে রিমান্ড চায় পুলিশ। একইসঙ্গে গ্রেফতার দুই কিশোরকে কিশোর সংশোধনগারে পাঠানোর আবেদন করা হয়। এদিন আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেসবাসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আরও ১৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৭ আগস্ট রাতে পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর বুধবার (১৮ আগস্ট) মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা দায়ের করে।

এর আগে জানা যায়, সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা ছিল। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নেতাকর্মীদের জিয়ার মাজারে অবস্থান ও জনসমাগমে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাদানুবাদ ও একপর্যায়ে নেতাকর্মী সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বিএনপি নেতাকর্মীকে ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত