রেকর্ড শনাক্তের দিনে অস্ট্রেলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

| আপডেট :  ২১ আগস্ট ২০২১, ০৫:৩৮  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২১, ০৫:৩৮

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একইদিন দেশটিতে রেকর্ড কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে শনিবার নতুন ৮৯৪ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অস্ট্রেলিয়ায় কখনোই একদিনে এতজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

টানা দুই মাসের বেশি লকডাউন চললেও ৫০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত শহর সিডনিতে এখনও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসেনি।

রয়টার্স জানিয়েছে, মেলবোর্নে পুলিশ তাদের দিকে তেড়ে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছুড়েছে, সিডনিতে মোতায়েন বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েতকে একত্রিত হতে বাধা দিয়েছে।

পুলিশ দুই রাজ্য থেকে আড়াইশ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ৭ পুলিশকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

শনিবার সিডনির টহল পুলিশ ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনকেও শহরের কেন্দ্রস্থলে যেতে বাধা দিয়েছে, যেন অনুমোদিত নয় এমন বিক্ষোভে খুব বেশি মানুষ অংশ নিতে না পারে।

মেলবোর্নে ৪ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়ে লকডাউনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান জানিয়েছে। বিক্ষোভকারীদের একটি অংশ পরে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত