‘উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ দমনে পুলিশ, কমিউনিটি পুলিশ ও প্রশাসনের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ’

| আপডেট :  ২৩ আগস্ট ২০২১, ০৪:৪৮  | প্রকাশিত :  ২৩ আগস্ট ২০২১, ০৪:৪৮

এসভায় প্যানেলিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন ছৈয়দ ওমর-অফিসার ইনচাজ (তদন্ত), আনোয়ারা থানা ,চট্টগ্রাম, জনাব অহিদ সিরাজ চৌধুরী ,সদস্য সচিব সিপিএফ মহানগর, চট্টগ্রাম ও জনাব নাজিম উদ্দিন শ্যামল –সাংবাদিক, কলামিষ্ট ও প্রাক্তন সেক্রেটারী, প্রেস ক্লাব, চট্টগ্রাম,। শুরুতে এই অন লাইন প্যানেল আলোচনা সভায় শুভেচ্ছ বক্তব্য রাখেন- সংশপ্তক সংস্থার প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী।

জঙ্গিবাদের দিকে ঝুকে পড়ার পর আস্তে আস্তে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সন্তান। এই পথ থেকে নতুন প্রজম্নকে আলোর পথ দেখানোর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। ধর্মের প্রকৃত শিক্ষা পেলে কখনো কেউ উগ্রতা ও সহিংস উগ্রবাদকে প্রশ্রয় দিবে না।

পিস প্রকল্পের আওতায় দি এশিয়া ফাউন্ডেশনের অংশীদারী সংস্থা ”সংশপ্তক” পরিচালিত অনলাইন প্যানেল আলোচনা সভায় উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশ ও প্রশাসনের ভুমিকা নিয়ে প্যানেলিষ্টদের আলোচনা শেষে আনোয়ারা উপজেলার বিভিন্ন পেশার সাধারন জনগনের প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহন করেন প্যানেল আলোচকবৃন্দ।

সভায় দেশে উগ্রবাদ , সক্রিয় উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের নেতিবাচক প্রভাব ও উগ্রবাদীদের চিহ্নিত করন ও কিভাবে কমিউনিটি পুলিশ ও প্রশাসন এ বিষয় মোকাবিলা করবে তার উপায়সমূহ নিয়ে আলোচনা হয়।

এছাড়া অনুষ্টানের মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার জনাব নাসির উদ্দিন। অনলাইন সভাটির সার্বিক দায়িত্বে ছিলেন সংশপ্তক পিস প্রজেক্ট এর প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। তাকে সহযোগিতা করেন পিস প্রজেক্টএর ট্রেনীং এন্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী ও উপজেলা কোঅর্ডিনেটর জনাব ওয়াহেদ তালুকদার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত