ফকিরহাটে প্রোফাইল ডেটাবেজ তৈরির প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং UID নম্বর প্রদান বিষয়ে দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের আজ উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
এছাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার, আসাদুজ্জামান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ বটু গোপাল দাস, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, কাজি আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মল্লিক আঃ সাত্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দ এবং উপজেলার প্রতিটি বিদ্যালয়ের আইসিটি এক্সপার্ট শিক্ষকমণ্ডলী প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত