বাগেরহাটে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন এবং সাম্প্রতি এসডিজি অগ্রগতি পুরস্কার এ ভুষিত হওয়ায় সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে প্রবন্ধ উপাস্থপনা করেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, মোঃ মুস্তায়ীদ সুজা, সুবীর কুমার মিত্র, দ্বিজেন্দ্রনাথ মজুমদার, আবু হুরাইয়া বিশ্বাস, আলহাজ্ব সিদ্দকুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য দাশ শিশির কুমার, মোঃ খলিলুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত