বিকেলে মাঠে নামছে পিএসজি, শক্তিশালী স্কোয়াড ঘোষণা
ফ্রেঞ্চ লিগ ওয়ানে আজ মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের আজকের প্রতিপক্ষ রেনেস। বাংলাদেশ সময় বিকেলে ৫টায় শুরু হবে ম্যাচটি। রেনেসের ঘরের মাঠে এই ম্যাচের আগে পরিস্কার ফেভারিট পিএসজি। লিগে টানা ৮ ম্যাচ জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে, রেনেসের অবস্থান পয়েন্ট টেবিলের ১৪ নম্বর স্থানে। দুই দলের পয়েন্টের ব্যবধান ১৫।
এই ম্যাচের আগে দুর্দান্ত ছন্দে আছে পিএসজির আক্রমণভাগের তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পে। সর্বশেষ খেলায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে আলো ছড়িয়েছেন তিনজনই। লিগ ওয়ানে অবশ্য এই তিন তারকার একসঙ্গে জ্বলে উঠা বাকি। কে জানে, হয়তো আজকেই প্রতিপক্ষের রক্ষণে আগুন ঝড়াবেন তারা।
আজকের ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। সেখানে রয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। তবে এখনো ইনজুরি থেকে সেড়ে না উঠায় এ ম্যাচেও অভিষেক হচ্ছে না সার্জিও রামোসের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত