স্বেচ্ছাসেবক দলের ১০ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

| আপডেট :  ০৭ অক্টোবর ২০২১, ১২:০২  | প্রকাশিত :  ০৭ অক্টোবর ২০২১, ১২:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জ জেলার ৯টি এবং কুমিল্লা উত্তর জেলার ১টি ইউনিট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম ও গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় গোপালগঞ্জ জেলার ৯টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবির দারা এবং সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ হোসেন হিরা এসব কমিটি অনুমোদন করেন।

এছাড়াও কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।

গোপালগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.কোটালীপাড়া উপজেলা : আহবায়ক : মো: মাহাবুব খাঁন, সদস্য সচিব : মো: মাসুদ তালুকদার। যুগ্ম আহবায়ক- ১. লিটন হাওলাদার ২. করিম পাইক ৩. ইবাদাত তালুকদার ৪. নুরু হাওলাদার ৫. আসলাম শেখ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.কোটালীপাড়া পৌর : আহবায়ক : ইমদাদুল হক গাজী, সদস্য সচিব : শংকর গাইন। যুগ্ম আহবায়ক- ১. আরিফুল ইসলাম ২. ইমরান শেখ ৩. শাহিন মোল্লা ৪. মো: রহমান গাজী ৫. মিজান শেখ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.টুঙ্গিপাড়া উপজেলা : আহবায়ক : শেখ জসিম উদ্দিন, সদস্য সচিব : আ: রশিদ মল্লিক। যুগ্ম আহবায়ক- ১. মো: সাইদ শেখ ২. মো: আসলাম শেখ ৩. মো: শহীদুল ইসলাম ৪. মো: শরিফুল ইসলাম ৫. মো: নাসিম শেখ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.টুঙ্গিপাড়া পৌর : আহবায়ক : মো: গোলাম কিবরীয়া, সদস্য সচিব : সোহেল রানা। যুগ্ম আহবায়ক- ১. মনির মোল্লা ২. আজিজুল শেখ ৩. সজল সাহা ৪. তপন রায় ৫. বিজয় সাহা সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.মুকসুদপুর উপজেলা : আহবায়ক : মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব : কাইয়ুম মুন্সী। যুগ্ম আহবায়ক- ১. মোস্তফা গাজী ২. মো: নাইম শেখ ৩. রাজিব শরীফ ৪. শিপন মোল্লা ৫. শাখাওয়াত হোসেন ৬. সোহেল খান ৭. সহিদুল ইসলাম মঞ্জু ৮. তোফায়েল হোসেন জুয়েল ৯. ডালিম সরদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.মুকসুদপুর পৌর : আহবায়ক : মো: মোরাদ আহম্মেদ মল্লিক, সদস্য সচিব : মো: মঞ্জু হোসেন মিয়া। যুগ্ম আহবায়ক- ১. মো: সাহিদুজ্জামান রিপন ২. জুন্নুন মোল্লা ৩. সাধন বালা ৪. হৃদয় বিশ্বস ৫. বলরাম কুন্ডু ৬. মো: হাচিব মুন্সী ৭. মো: ইমদাদুল শেখ সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.কাশিয়ানী উপজেলা : আহবায়ক : ফোরকান শরীফ (টিটু), সদস্য সচিব : মো: মিলন খান। যুগ্ম আহবায়ক- ১. আনিছুর রহমান লিমন ২. তরিকুল ইসলাম ৩. ফরহাদ শেখ ৪. শাহীন মুন্সী ৫. শামীম মোল্লা ৬. সুজন মোল্লা ৭. সৌরভ ঠাকুর ৮. লতিফুর রহমান ৯. স্বপন বালা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.গোপালগঞ্জ সদর উপজেলা : আহবায়ক : মাহামুদুল হাসান, সদস্য সচিব : মো: সজীব খান। যুগ্ম আহবায়ক- ১. ইমরান শেখ ২. শরিফুল মোল্লা ৩. আসিফ মোল্লা ৪. মোস্তা খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৯.গোপালগঞ্জ পৌর : আহবায়ক : আল আমিন শেখ সাজিদ, সদস্য সচিব : শেখ আহমেদুল্লাহ আলি। যুগ্ম আহবায়ক- ১. মো: রেজা ২. পারভেজ শেখ ৩. মফিজ মোল্লা সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

কুমিল্লা উত্তর জেলার অনুমোদিত ইউনিট কমিটি :

১.মুরাদনগর উপজেলা : আহবায়ক : এ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, সদস্য সচিব : মো: জয়নাল আবেদীন মোল্লা। যুগ্ম আহবায়ক- ১. মো: ফারুক আহম্মেদ বাদশা ২. মো: আব্দুল মতিন সরকার ৩. মো: সারোয়ার খন্দকার ৪. জুবায়ের আহমেদ ৫. শাহাজাহান হায়দার ৬. মো: গিয়াস উদ্দিন বাদল ৭. মো: ফয়জুল ইসলাম ৮. মো: হেলাল উদ্দিন ৯. মো: আবুল হাছান (জুয়েল) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত