হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে কোকোর স্ত্রী
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রোববার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি হাসপাতালে যান। কোকোর স্ত্রী শর্মিলা রহমান গত রাত সোয়া ৯টায় হাসপাতালে প্রবেশ করেন। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন।
মেডিক্যাল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই। জানতে চাইলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী ম্যাডামের চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষায় যেসব অসংগতি ধরা পড়েছিল সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
গত ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর প্রায় সপ্তাহখানেক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে। তবে পরিবার বা দলের পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এবার কেউ কথা বলছেন না। চিকিৎসকরাও গণমাধ্যমকে এ নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না। এবার তাঁর চিকিৎসাকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের মধ্যে রাখা হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাঁর বোন সেলিমা রহমানও কিছু বলতে রাজি হননি। গতকাল সন্ধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত