কথা বলতে পারছেন না রওশন এরশাদ: চিকিৎসক

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২১, ০৭:৩৭  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২১, ০৭:৩৭

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মাঝেমধ্যে চোখ খুলে তাকালে কথা বলতে পারছেন না। রোববার (৩১ অক্টোবর) দুপুরে রওশন এরশাদকে দেখে এসে এমনটি জানিয়েছেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ।

তিনি বলেন, উনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া পর সেচুরেশন ৯৬ তে আছে। চিকিৎসকরা জানিয়েছে, এই মুহূর্তে উনার শারীরিক যে অবস্থা তাতে বিদেশ নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নেওয়া যেতে পারে।

মামুনুর রশিদ আরও বলেন, তিনি কথা বলতে পারছেন না। বোঝা যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। তবে আমাদের কথা তিনি শুনেছেন। এ সময় উপস্থিত ছিলেন নিউ জাপার কো-চেয়ারম্যান বিদিশা সিদ্দিক, এরশাদপুত্র শাহাতা জারাব এরিক এরশাদ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত