মুশফিককে যে নিষেধাজ্ঞা দিলো বিসিবি

| আপডেট :  ২০ নভেম্বর ২০২১, ১২:৩৫  | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২১, ১২:৩৫

২০০৮ সালের পর কোনো ফরম্যাটের বাংলাদেশ দল থেকে এই প্রথম বাদ পড়েছেন মুশফিক। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনাহাজুল আবেদীনের দল ঘোষণার পর জানিয়েছিলেন, ‘মুশফিকের চাওয়ার প্রেক্ষিতে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ড সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’

কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ‘বিশ্রাম’ দেওয়ায় খুশি হননি মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্টের এমন বক্তব্য মেনে নিতে পারেননি তিনি। গণমাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মুশফিক। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য কয়েকটি গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, তিনি এতো বড় খেলোয়াড় হয়ে যাননি যে তার বিশ্রামের প্রয়োজন আছে বা বিশ্রাম চাইতে পারেন।’ মুশফিক সোজাসাপ্টা বলেন, ‘আমাকে বাদ দেওয়া হয়েছে।’

মুশফিকের এমন বক্তব্যের পর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নিয়ে সমালোচনা শুরু হয় দেশব্যাপী।

তবে মুশফিকের এমন কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে আজ ডেকেছিল ক্রিকেট পরিচালনা বিভাগ। যেখানে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনার পাশাপাশি মিডিয়ায় মুশফিকের বক্তব্য নিয়েও কথা উঠে। মুশফিক নিজের অবস্থান তুলে ধরেন। এরপর আকরাম খান তাকে সতর্ক করেন এবং মিডিয়ায় কথা বলতে মানা করেন।

এসব বিষয় নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ কিংবা মুশফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই মুখ খুলতে রাজি হননি।

২০০৮ সালের পর মুশফিক কোনো ফরম্যাটের বাংলাদেশ দল থেকে এই প্রথম বাদ পড়লেন। বিশ্বকাপ ব্যর্থতার পর দলে পরিবর্তন আসবে তা স্বাভাবিক ছিল। কিন্তু সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে অভিজ্ঞ মুশফিকও থাকবেন না তা ভাবতে পারেননি কেউ। বিশ্বকাপে ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে তার রান ছিল ১৪৪। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও তার পারফরম্যান্স ছিল হতশ্রী। টানা ব্যর্থতায় সুযোগের দাবিদার নন তিনি। তাকে সে জন্য বাদও দিয়েছে দল।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত