বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাত শেষে যা বললেন কাদের মির্জা

| আপডেট :  ২২ মে ২০২১, ১১:৫৩  | প্রকাশিত :  ২২ মে ২০২১, ১১:৫৩

বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রাজধানীর ধানমন্ডির ব্যক্তিগত অফিসে সাক্ষাৎ করেছেন। শনিবার (২২ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে আবদুল কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের ব্যক্তিগত অফিসে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা নিজ ফেসবুকে বড় ভাইকে ফুল দিয়ে বরণ করে নেয়ার ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে- সব গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানান।

কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমার পিতৃ সমতুল্য সহোদর বড় ভাই। বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।

আমরা সর্বদা রাজনীতি করেছি জনগণের জন্য জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখবো। মানুষের মান অভিমানের মধ্যে মানব জীবন রচিত হয়। আপন জনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না।

সব গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি। -জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

এর আগে, গত শুক্রবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গেও সাক্ষাৎ করেন কাদের মির্জা।

প্রসঙ্গত, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, অপরাজনীতির বিষয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। নানা সময় কাদের মির্জা বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার স্ত্রী অ্যাডভোকেট ইশরাতুন্নেছা কাদেরের বিরুদ্ধেও বিভিন্ন আপত্তিকর অভিযোগ করে আসছেন।

এলাকায় তার সমর্থক ও তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘ ৫ মাস যাবত দ্বন্দ্ব সংঘাতে তরুণ সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ আলা উদ্দিন নামে দুজনের প্রাণহানির ঘটনাও ঘটে। ওই সব ঘটনায় শতাধিক আহত হয়ে এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো জেল হাজতে আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত