গোপালগঞ্জে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
![](https://muktokantho.com/wp-content/uploads/2021/12/Gopalganj.jpg)
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছে। রবিবার গভীর রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের একটি ভাড়া বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে।
উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ জানান, রবিবার গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে রুবেল সিকদারের সাথে তার স্ত্রী রোজিনা বেগমের সাথে কথাকাটা কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে স্ত্রীর গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, সকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক স্বামী রুবেল সিকদারকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
হত্যাকান্ডের খবর শুনে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতক্ষ্যদর্শি শিশু ও নিহতের ফুফাতো বোনের মেয়ে স্বর্ণা জানায়, রাতে রুবেল সিকদারের সাথে তার স্ত্রী রোজিনা বেগমের সাথে ঝগড়া হয়। এর এক পর্যায়ে রোজিনা বেগমকে মারধর পরে। পরে গলায় মাফলার পেচিয়ে মুখে পাড়া দিয়ে হত্যা করে রাতে পালিয়ে যায়।
নিহতের ফুফাতো বোন জোসনা বেগম বলেন, সকালে গরে গিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে রোজিনাকে। এসময় ডাকাডাকি করলে রজিনা সাড়া না দিয়ে লেপ সড়িয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত