খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে কারাগারে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে। এর বাইরে আইনি কোনও সুযোগ নেই। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উনি সুচিকিৎসা পাচ্ছেন।
তিনি বলেন, সবশেষ প্রযুক্তিতে খালেদার চিকিৎসা করছে এভারকেয়ার হাসপাতাল। সেখানে উনি সুচিকিৎসা পাচ্ছেন। এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। সাবেক প্রধানমন্ত্রী ইচ্ছেমতো চিকিৎসা নিচ্ছেন ও পাচ্ছেন।
আনিসুল হক বলেন, সরকার শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। উনি তা না মানলে আবার তাকে জেলে ঢুকতে হবে। এরপর বিদেশে চিকিৎসার জন্য দরখাস্ত করতে পারবেন।
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া মাত্রই এখন কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এই আইন করা হয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত