উপসচিব হলেন ৯ কর্মকর্তা

| আপডেট :  ২৩ মে ২০২১, ১১:২৩  | প্রকাশিত :  ২৩ মে ২০২১, ১১:২৩

নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব থেকে ৯ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, আইএমইডির সহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুর উপসচিব হয়েছেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত