বিপিএল শেষ হতেই ঘরের মাঠে শুরু হবে আফগানিস্তান সিরিজ

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২২, ১২:৩৮  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২২, ১১:১১

এ মুহূর্তে দেশের ফ্রাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএল শেষ হতেই ঘরের মাঠে শুরু হবে আফগানিস্তান সিরিজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহ বাহিনী।

ভেন্যু মোটামুটি নির্ধারিত হয়ে গেলেও সিরিজ শুরুর তারিখ, সময় এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সম্ভাব্য তারিখ জানা গেছে।

শনিবার সন্ধ্যায় বিসিবির উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, বিপিএল ফাইনাল মাঠে গড়ানোর পর পরই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান। আর বিপিএল ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একসময় বাংলাদেশের মাটিতে পা রাখবেন রশিদ-নবীর দল।

বাংলাদেশে আসার পর সাত দিন কোয়ারেন্টিন করতে হবে না আফগানিস্তান দলকে। আসার পর তাদের সবার করোনা টেস্ট হবে। নেগেটিভ ফল হাতে আসার একদিন পরই মাঠে যেতে পারবেন আফগানরা।

সে হিসাবে ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের মাঠে গড়াতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত