বিশ্বে দুই দিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ল

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত দুই দিন আগে শনাক্ত ও ‍মৃত্যু কিছুটা কমলেও আবারও পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৯ হাজার ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৫০ হাজার ৭০৪ জন। এনিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৪২ কোটি ৮০ লাখ ৭ হাজার ৬৯৩ এবং ৫৯ লাখ ২৫ হাজার ১৩৬ জনে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৭৯১ জন। আর গত একদিনে সুস্থতার সংখ্যা ২৬ লাখ ৬৩ হাজার ৭৮৫ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে গত একদিনে ১ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৩০৫ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩২০ জন।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮৩৯ জন মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৮৫ জন। এতে ব্রাজিলে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন। আর মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের দিক দিয়ে লাখ অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- রাশিয়া, জার্মানি। আর অর্ধ লাখ দেশের তালিকায় রয়েছে- ফ্রান্স, তুরস্ক, ইতালি, জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত