জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান

| আপডেট :  ০৭ এপ্রিল ২০২২, ১২:৪৮  | প্রকাশিত :  ০৭ এপ্রিল ২০২২, ১২:৪৮

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার জামিনের কাগজ বুধবার (৬ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন শামীমা।

প্রসঙ্গত, ইভ্যালিকাণ্ডে ছয় মাস আগে গ্রেপ্তার হন শামীমা নাসরীন। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগ বাদীর সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পান শামীমা। সবশেষ প্রতারণা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন ইভ্যালি চেয়ারম্যান।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত