শ্রীলংকান ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি দিলেন ডি সিলভা

| আপডেট :  ২৮ মে ২০২১, ০৫:১৮  | প্রকাশিত :  ২৮ মে ২০২১, ০৫:১৮

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হাতছাড়া হয়ে গেছে ইতোমধ্যে। করোনা ভুগিয়েছে বেশ কয়েকজনকে। এদিকে মাঠের বাইরে আর্থিক সমস্যায় ভুগছে লংকান বোর্ড।

বার্ষিক চুক্তিতে খেলোয়াড়েরা কোনোরকম গ্রেড পাবেন না বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড। এতে ক্ষুব্ধ হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কুশল পেরেরারা।

এমন হতাশা নিয়ে বাংলাদেশ সফরে এসে ধরাশায়ী শ্রীলংকা। ইতোমধ্যে সিরিজ হেরেছে। আজ মিরপুর শেরেবাংলায় হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে কুশল পেরেরার দল।

এমন পরিস্থিতিতে লঙ্কান ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি দিলেন দেশটির ক্রিকেট কমিটির সভাপতি ও কিংবদন্তি ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভা।

ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, ‘সবার আগে ওদের প্রয়োজন মাঠে নেমে ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচ জেতা। মাঠে ওদের ভালো পারফরম্যান্স আমাদেরও বাকি দেশগুলোর ন্যায় ওদের আরও সুযোগ সুবিধা করে দিতে উদ্বুদ্ধ করবে।’

চুক্তির বিষয়ে ডি সিলভা বলেন, ‘সেটাও পারফরম্যান্সের ভিত্তিতে হবে। যত ভালো খেলবে ক্রিকেটাররা বোনাসও সেই অনুপাতে বাড়বে। পারফরম্যান্সের ভিত্তিতে আগের থেকে অনেক বেশি বোনাস দেওয়ার অঙ্গীকার করেছে কমিটি। আমার মতে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ভালোভাবে আলাপ আলোচনার পরই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দলের পারফর্ম্যান্সের ভিত্তিতে প্রায় তিনগুন বেশি বোনাস দেওয়া হচ্ছে এই চুক্তিতে।’

ডি সিলভার বক্তব্যে এটাই বোঝা যাচ্ছে, লংকান ক্রিকেটারদের বেতন-বোনাস সব ভাগ্যই নির্ভর করছে তাদের পারফরম্যান্সের ওপরে। তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত