কানাডা থেকে পরিচালিত ‘নাগরিক টিভির’ সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট
কানাডা থেকে পরিচালিত আইপিটিভি ‘নাগরিক টিভি’র সম্প্রচার বাংলাদেশের মধ্যে বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিট আবেদনটি দায়ের করা হয়।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ এ রিট দায়ের করেন।
রিটে বিটিআরসির চেয়ারম্যান. তথ্য সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত নাগরিক টিভি নামে একটি আইপিটিভি দেশেও সম্প্রচারিত হচ্ছে। বিদেশ থেকে পরিচালিত এই চ্যানেল বাংলাদেশের বিভিন্ন সম্মানিত নাগরিকের নামে মানহানিকর ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। এজন্য রিটে দেশে ‘নাগরিক টিভির’ সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত