অনলাইনে পড়ালেখার অজুহাতে অনেক শিক্ষার্থীই অনলাইন গেমসে আসক্ত

| আপডেট :  ৩০ মে ২০২১, ০৯:১৯  | প্রকাশিত :  ৩০ মে ২০২১, ০৯:১৯

অনলাইনে পড়ালেখার অজুহাতে ৪ কোটি শিক্ষার্থীর অনেকেই এখন অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে। এ অভিযোগ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরাতে অবিলম্বে সব স্কুল-কলেজ-মাদ্রাসা খুলে দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অভিযোগ করেন, টানা ১৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে স্কুলে পাঠানোর সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে।

দাবি আদায়ে আগামী ২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কারাবন্দী আলেমদের মুক্তি দাবি করেছেন সংগঠনের নেতারা। পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ যুক্ত করার দাবিও জানানো হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত