চীনের টিকা দেওয়া হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
চীন থেকে আসা সিনোফার্মের টিকা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার (৬ জুন) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেছেন, চীনের সিনোফার্ম থেকে ইতোমধ্যেই ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছি। খুব শিগগিরই আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাবো। সেগুলো পেলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে টিকা দেওয়া শুরু করবো।
রোবেদ আমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছে বা যারা সামনের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের অগ্রাধিকারে ভিত্তিতে চীনের এই টিকা দেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত