পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত, দেখে নিন দুই দলের একাদশ

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২২, ০১:৫৫  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২২, ০১:৫৫

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের মহারণ। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে ভারত।

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, উইকেট বেশ ভালোই মনে হচ্ছে। কিছুটা ঘাস দেখা যাচ্ছে। আকাশে মেঘও আছে। বল কিছুটা সুইং করবে বলে মনে হয়। সেই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করবো।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শ্বদিপ সিং।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত