পলাশবাড়ীতে ইজিবাইক উল্টে নিহত ১, আহত ২
| আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৬
| প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৬
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলায় অটোবাইক উল্টে আছিয়া বেগম (৬৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়।
রোববার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৫ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইস মিলস নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম কাশিয়াবাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মনির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই সময় একটি যাত্রীবাহী অটোবাইকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলো। এরই মধ্যে পলাশবাড়ীর রাইস মিলস নামক এলাকায় পৌঁছালে ওভারক্লকিং করার সময় ইজিবাইকটি খাদে পড়ে উল্টে যায়। এসময় বাইকে থাকা আছিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয়। একই সঙ্গে জাহাঙ্গীর আলম (৬০) ডানটুসি মিয়া (৪০) নামের দুই যাত্রী গুরুতর আহত হয়।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার পলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত দুইজনকে প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত