বাংলাদেশের সামনে রানের পাহাড় দিল দক্ষিণ আফ্রিকা

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২২, ১১:১৭  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২২, ১১:১৭

আগের ম্যাচে বৃষ্টিতে কপাল পুড়েছিল দক্ষিণ আফ্রিকার। নিশ্চিত জয়ের ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে প্রোটিয়াদের।

আর সেই খেদই প্রোটিয়ারা আজ মেটালেন বাংলাদেশকে তুলোধোনা করে।

সিডনিতে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। উইকেট নিয়ে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে দেন পেসার তাসকিন।

কিন্তু তাতে হিতে বিপরীতই হয়েছে।

ব্যাট হাতে ওয়ানডাউনে নেমে তাসকিন-সাকিবদের তুলোধোনা করলেন রাইলি রুশো। মাত্র ৫২ বলে সমান ৭ বাউন্ডারি ও ছক্কায় হাঁকালেন সেঞ্চুরি।

তার অনবদ্য সেঞ্চুরি ও ওপেনার কুইন্টন ডি ককের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে প্রোটিয়ারা। জয়ের জন্য বাংলাদেশকে কুড়ি ওভারে করতে হবে ২০৬ রান!

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত