অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্তে জমজমাট পয়েন্ট টেবিল

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২২, ১০:৪৪  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২২, ১০:৪৪

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উত্তেজনাকর লড়াইয়ে জল ঢেলে দিলো বৃষ্টি! টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি ম্যাচ ভেসে গেলো বৃষ্টিতে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোনও ম্যাচ ছাড়াই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি দিন। তাতে কিন্তু গ্রুপ-১-এ সেমিফাইনালে ওঠার লড়াইটা জমজমাট হয়ে উঠলো।

এই মাঠেই আফগানিস্তান-আয়ারল্যান্ডের আগের ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের ভাগ্যও একই। মাঠে নামা তো দূরে থাক, টসও করা সম্ভব হয়নি। ফলে হতাশায় শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীক্ষিত ম্যাচটি।

অস্ট্রেলিয়া-ইংল্যাান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে লাভ হয়েছে নিউজিল্যান্ডের। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে কিউইরা। ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে দলটি, বড় ব্যবধানের নেট রানরেটের (৪.৪৫) কারণে। এই গ্রুপে এখনও সব দলের সেমিফাইনালে যাওয়ার পথ উন্মুক্ত থাকলো। নিউজিল্যান্ডের মতো ৩ পয়েন্ট করে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার।

তবে নেট রানরেটের হিসাবে এক দল আরেক দল থেকে পিছিয়ে আছে। সমান ৩ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (০.২৩৯), তিন নম্বরে আয়ারল্যান্ড (-১.১৬৯) ও চারে রয়েছে অস্ট্রেলিয়া (-১.৫৫৫)। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা (০.৪৫০)। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে তলানিতে আফগানিস্তান (-০.৬২০)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত