সেমিতে ওঠার লড়াইয়ে হেরে যা বললেন সাকিব

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২২, ০৩:২৯  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২২, ০৩:২৯

কেবল একটা জয়ই দরকার ছিল বাংলাদেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে আজ (৬ নভেম্বর) সেই কাঙ্ক্ষিত জয় পেলেই ইতিহাস গড়া হওয়া যেত টাইগারদের। কেবল এক জয়ের সুবাস নিয়ে ১৫ বছর কাটানোর পর সরাসরি সেমিফাইনাল খেলতে পারত বাংলাদেশ।

কিন্তু শেষ চারে ওঠার লড়াইয়ে বেশ বাজেভাবে ব্যর্থ হলো সাকিব আল হাসানের দল। পাকিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে থেকেও ব্যাটিংয়ে খেই হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হেরে ম্যাচশেষে সেই প্রসঙ্গ উঠে এসেছে সাকিবের কণ্ঠেও। আক্ষেপ নিয়েই বলেন,

‘ইনিংসের মাঝপথে ৭০ রানে ১ বা ২ উইকেট ছিল আমাদের। ১৪৫-১৫০ রানের মতো করতে চেয়েছিলাম। এ পিচে সেটি ভালো একটি স্কোর হতো। প্রথম ম্যাচ দেখেছি দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের। ইনিংসের পরের ১০ ওভারে রান করা কঠিন। সব সময়ই জানতাম, নতুন ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে আমাদের। ফলে থিতু ব্যাটসম্যানদের কাউকে শেষ পর্যন্ত থাকাটা দরকার ছিল। সেটি হয়নি।’

সেমিফাইনালে যাওয়ার দারুণ সুযোগ হারালেও সাকিব এবারের বিশ্বকাপটা নিজেদের সেরা বলেই মেনে নিয়েছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মতো। সাকিব বলেন, ‘ফল হিসেবে এটা আমাদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আমরা সুযোগ পেয়েছিলাম, আরও ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে বেশি আশা করতে পারি না।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত