মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান; ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চালানো সাঁড়াশি অভিযানে ৬২ বাংলাদেশি’সহ ১৫৬ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে সাইবার জায়া এলাকায় নির্মাণাধীন স্থাপনায় চালানো হয় অভিযান। রয়েল মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিবন্ধকরণ বিভাগ, শ্রম বিভাগ এবং জন প্রতিরক্ষা বাহিনী এ অভিযানে অংশ নেয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানান, নির্মাণ এলাকাটির পাশেই শ্রমিকদের থাকার জায়গাটি গোপন করে রাখা হয়েছিলো। অভিযানে প্রায় ২০২ বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমাঝে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা গ্রেফতার হন।
বর্তমানে ইমিগ্রেশন বিভাগের হেফাজতে রয়েছেন এসব শ্রমিক। তাদের মধ্যে বাংলাদেশিরা ছাড়াও রয়েছেন ভারত- পাকিস্তান-নেপাল-মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত