আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত ঘোষণা

| আপডেট :  ১২ নভেম্বর ২০২২, ০৮:৪১  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২২, ০৮:৩৯

আগেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এবার দল ঘোষণা করেছে ল্যাটিনের আরেক দেশ আর্জেন্টিনা।

শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরির শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), জার্মান পেৎসেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস মাকআলিস্তার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনসো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত