চরগরবদী লঞ্চঘাট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২২, ০৪:৪৮  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২২, ০৪:৪৮

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: দুমকির চরগরবদী লঞ্চঘাট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (২৮) মো. জহিরুল ইসলাম(২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চরগরবদী লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পটুয়াখালীর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় পটুয়াখালী জেলার গোয়েন্দা শাখার এসআই এম নজরুল ইসলমের নেতৃত্বে সংগীয় ফোর্স এর সহায়তায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরগরবদী লঞ্চঘাট জনৈক আবু তাহের প্যাদার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামি ১) মো. সাইফুল ইসলাম(২৮), পিতা- মো. দেলোয়ার ফকির, সাং-জলিশা, ০৮ নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, ২) মো. জহিরুল ইসলাম(২২), পিতা-আব্দুর রশিদ খান, সাং-শ্রীরামপুর, ০৫ নং ওয়ার্ড, শ্রীরামপুর ইউপি, উভয় থানা-দুমকি, জেলা-পটুয়াখালী ০৬(ছয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত