সাংবাদিক সানু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ধুনট উপজেলা প্রেস ক্লাব
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৈশাখী টিভির বগুড়া প্রতিনিধি, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নির্বাহী সদস্য কমলেশ মোহন্ত সানু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ধুনট উপজেলা প্রেস ক্লাব।
কমলেশ মোহন্ত সানু গত ১১ই নভেম্বর শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ধুনট উপজেলা প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গিয়াসউদ্দিন টিক্কা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী সাংবাদিক কারিমুল হাসান লিখন, ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রাকিবুল ইসলাম লাল, সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক সুমন হাসান, সাংবাদিক নেয়ামুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক ফরহাদ হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম, সাংবাদিক প্রকাশ সাহা, সাংবাদিক নিত্যানন্দ শীল প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত