স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপি এমপিরা

| আপডেট :  ১১ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯  | প্রকাশিত :  ১১ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯

জাতীয় সংসদে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৫ এমপি, বাকি দুই সংসদ সদস্যকে সশীরে যেতে বলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন বিএনপির পাঁচ এমপি, যারা বেরিয়ে আসেন সাড়ে ১১টার দিকে।

পদত্যাগপত্র জমা দিতে যে পাঁচজন এমপি সংসদ ভবনে যান, তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।

Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে আসতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। অন্যদিকে বিদেশে থাকায় আসতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ। তাদের হয়ে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা। এ সময় তাদের দুজনকে সশীরে যেতে বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি শনিবার গোলাপবাগের সমাবেশে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। সেখান থেকে জানানো হয়, দলের সাত এমপি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এই পথে যাচ্ছেন দলটির সংসদ এমপিরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত