ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, ৮ জনকে জরিমানা

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে শনিবার (৫ এপ্রিল) আবদুল্লাহপুর, হাসনাবাদ, কদমতলী গোলচত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের কারণে ৮ জনকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও রিনাত ফৌজিয়া জানান, “নাগরিকদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। নাগরিক নিরাপত্তার স্বার্থে কেরানীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিনোদন কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত