নাশকতা : মির্জা ফখরুল-আব্বাসসহ ২ শতাধিক নেতাকর্মীর জামিন নামঞ্জুর

| আপডেট :  ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭  | প্রকাশিত :  ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭

নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১১ জনের জামিন আদেশ পরে হবে। আর বাকি ২১৩ নেতাকর্মীকে জামিন দেননি আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জানা গেছে এই তথ্য।

এর আগে গত ৯ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয় তাদের। এরও আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয় তাদের পরিবারের পক্ষ থেকে।

তবে ৯ ডিসেম্বর দুপুরে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছিলেন, আমরা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের উস্কানি ও পরিকল্পনার মামলায় গ্রেপ্তার করেছি। একটু পর দুজনকেই কোর্টে চালান করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত