সিলেটের টানা জয়যাত্রা থামিয়ে দিল কুমিল্লা

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:০৪  | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনের সন্ধ্যা সাড়ে ছয়টায় মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে মাঠে নামে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। এদিকে আগে ব্যাট করতে ইমাদ আর থিসারার ব্যাটে ভর কররে নির্ধারিত ২০ ওভারে শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে লিটন কুমার দাসের ৭০ রানের দূরদান্ত উনিংসের উপর ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা।

প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের তোপে শুরু থেকেই সিলেটের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন। ফলে স্কোরকার্ডে ৫০ রান তোলতেই ৫ উইকেট হারিয়ে বসে মাশরাফির দল। দলটির পক্ষে ১৯ বলে ১৩ রান করেন শান্ত, ১৫ বলে ১৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

অপরদিকে ৫৩ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। এ দুজন মিলে ৮০ রানের জুটি গড়েন সিলেটের হয়ে। এতে করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় মাশরাফির দল।

বল হাতে কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন হাসান আলী ও মুকিদুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং তানভীর ইসলাম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত