সোনারগাঁয়ে শাহীন মিয়ার বাড়ি থেকে গাজার গাছ উদ্ধার
আল আমিন কবির, সোনারগাঁ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের গুহাটা গ্রামের শাহীন মিয়ার বাড়ি থেকে একটি ৫ ফুট গাজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটায় গুহাট্রা পূর্ব পাশ গুহাটা জামে মসজিদ সংলগ্ন সোনারগাঁ ঈশাখা মোবাইল মার্কেটের মালিক সেমসং মোবাইলের ডিলার শাহিন মিয়ার ক্রয় সূত্রে মালিকানা জায়গা থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় সচেতন এক ব্যক্তি জায়গার মালিক শাহিন মিয়াকে এ গাছ সম্পর্কে সচেতন করেন ও গাছটি কেটে ফেলার পরামর্শ দেন , কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব না দিলে এক গণমাধ্যম কর্মীকে তথ্য দিলে সোনারগাঁ থানা ওসি মাহবুব আলমকে অবগত করা হলে তিনি ফোর্স পাঠিয়ে সরেজমিন থেকে উদ্ধার কাজ চালায়।
এ সময় এস আই মোতালেব ও এএসআই অনিক উর রহমান উপস্থিত থেকে এ উদ্ধার কাজ পরিচালনা করেন। ঘটনাস্থলে কাউকে উপস্থিত না পেয়ে মামলা প্রক্রিয়া দিন রাখেন। তবে কে বা কারা এর সাথে জড়িত তদন্তপূর্বক মামলা হবে বলে জানান থানা পুলিশ।
এ বিষয়ে ক্রয় সূত্রে জায়গার মালিক শাহিন মিয়াকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত