খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লায় কোরআন খতম, দোয়া

| আপডেট :  ০৪ মে ২০২১, ০৪:১২  | প্রকাশিত :  ০৪ মে ২০২১, ০৪:১২

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সদস্য শামসুদ্দিন দিদারের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোর্টে দিনব্যাপী কোরআন খতম, দোয়া, মোনাজাত ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ মে) নাঙ্গলকোর্ট উপজেলার একটি এতিমখানায় দিনব্যাপী পবিত্র কুরআন খতমের পর ইফতারের সময় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এতিমদের নিয়ে ইফতার করেন শামসুদ্দিন দিদার।

এসময় আরও উপস্থিত ছিলেন- নাঙ্গলকোর্ট পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক, একেএম আশরাফুল আলম উজ্জল, শহীদ জিয়া সৃতি সংসদের নাঙ্গলকোর্ট উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল আলী, শহীদ জিয়া ছাত্র পরিষদের নাঙ্গলকোর্ট উপজেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন, শাহ আলম হাজারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শওকত আলী প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত