কালকিনি রমজানপুর ইউনিয়নে কৃষক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনি উপজেলার রমজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই, হাঁড়ি ভাংঙ্গা, তৈলাক্ত কলা গাছে উপরে উঠা ও রশি দিয়ে রশি টানাটানি মাধ্যমে শক্তি পরিক্ষার খেলা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশের এক ইঞ্চি জমি অনাবাদি না রাখার যে নির্দেশনা দিয়েছেন প্রান্তিক পর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়নে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
রমজানপুর ইউনিয়নের ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটিকাল ইনিস্টিউট মাঠের সমাবেশে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর ৩ আসেন সাংসদ বাংলাদেশের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ।
আরও উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস , উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন উপজেলা যুবলীগের সভাপতি মো.মনিরুজ্জামান হাওলাদার কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাহাদাত সরদার কালকিনি পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী ও সাধারণ সম্পাদক ডলি রহমান পৌর মহিলা আওয়ামী লীগ ৭ নং ওয়ার্ডের সভাপতি সেনারা বেগ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত