কালকিনিতে গণিত উৎসব অনুষ্ঠিত
রিপোর্ট মো. সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনিতে সৃজনশীল গণিত ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে কালাকনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণিত উৎসবে কালকিনিসহ ডাসার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এতে কালকিনি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে ওই গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
গণিত উৎসবের আয়োজকরা বলেছেন, গণিত উৎসবে বাছাইকৃতদের ক্ষুদে প্রগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা, আইটি লিটারেসি, সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে বলেন কালকিনি উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, এই প্রথম কালকিনিতে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এধরনের উদ্যোগ নেয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
কালকিনি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকিং সাহা বলেন, গণিত উৎসব শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে তাই প্রতি বছর এধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুব রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না খানম, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কালকিনি একাডেমীর প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত