মরক্কোর বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ
ক্লাব ফুটবলে এখন আন্তর্জাতিক বিরতি চলছে। এ সময়ের মধ্যে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই ম্যাচটিতে সেলেসাওদের ডাগআউটে থাকবেন খন্ডকালীন কোচ র্যামন মেনেজেস। প্রতিপক্ষ হলো কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দেয়া আফ্রিকার দেশ মরক্কো।
ম্যাচটিকে ঘিরে মেনেজেসের ঘোষিত একাদশে বেশ কয়েকটি চমক ছিল। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন নেইমার।
তাই সবার আগ্রহে বিশ্বকাপের পর প্রথম ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ। তবে ভক্ত, সমর্থকদের সে আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্টস একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে। যেটি স্কোয়াডটি দেখে যে কারোই পছন্দ হতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড
গোলকিপার: এডারসন
ডিফেন্ডার: আলেক্স টেল্লেস, রজার ইভানেজ, মিলিটাও, এমারসন।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, লুকাস পাকুয়েতা।
আক্রমণ ভাগ: ভিনিসিয়াস জুনিয়র, ভিটর রোক, রোদ্রিগো গোয়েস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত