কালকিনিতে সিরিয়াল দেখতে বাধা, অভিমানে প্রাণ দিল দাখিল পরীক্ষার্থী

| আপডেট :  ০৪ মে ২০২৩, ০৯:৩১  | প্রকাশিত :  ০৪ মে ২০২৩, ০৯:৩১

রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: ড়াশোনা বাদ দিয়ে টিভিতে সিরিয়াল দেখায় বকাঝকা করেন মা। এতে মায়ের সাথে অভিমান করে রাতে ঘুমিয়ে পড়েন ইতি আক্তার নামের এক শিক্ষার্থী। পরে ইতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার দরিচর-লক্ষিপুর গ্রামে।

ইতি আক্তার ওই এলাকার সরোয়ার বেপারীর মেয়ে। সে এবছর দড়িচর মাদরাসা থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে রাতে ঘরে বসে টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখছিলেন ইতি নামের ওই শিক্ষার্থী। পড়া-লেখা বন্ধ রেখে টিভি দেখায় তার মা বিউটি বেগম ক্ষিপ্ত হয়ে তাকে বকাঝকা করতে থাকেন। এ নিয়ে মা মেয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে রাতে ঘুমিয়ে পড়েন। এদিকে বৃহস্পতিবার সকালে ইতি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকজন। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলি লাশ উদ্ধার করে।

নিহতের বাবা সরোয়ার বেপারী বলেন, পরীক্ষার মধ্যে মেয়ের টিভি দেখা নিয়ে তার মায়ের সাথে ঝগড়া হয়েছে। পরে অভিমানে সে ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নিয়ে আসি আমরা। ওকে চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, মেয়েটির পেটে বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত