রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সিসি ক্যামেরা বিতরণ ও গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন
মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ ও খেলার মাঠে গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) মুড়াপাড়া মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছের সহধর্মিনী ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমতাজ বেগম।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, গোলবক্স ভুঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এজাজ আহমেদ, মুড়াপাড়া ইউপি সদস্য তাওলাদ হোসেন প্রমুখ।
পরে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রূপগঞ্জের ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উল্লেখ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল থেকে সিসি ক্যামেরাগুলো প্রদান করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত