দুমকিতে মা ও শিশু শরীরে আগুন, চিকিৎসাধীন মায়ের মৃত্যু

| আপডেট :  ০৯ জুন ২০২৩, ০৫:২৪  | প্রকাশিত :  ০৯ জুন ২০২৩, ০৫:২৪

দুমকিতে মা ও শিশু শরীরে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়েছে।

আর আগে, হালিমা আক্তার মিম (২০) নামের এক গৃহবধুর হাত পা বেধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে বাসার দরজা বন্ধ করে পালিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলের দিকে দুমকি উপজেলার চেয়ারম্যান বাড়ি শাহজাহান মুন্সির ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধুর ডাকচিৎকার প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও হালিমা আক্তার মিম দম্পতি চলতি মাসের ২জুন তারিখে শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় বসবাস করছিল। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিল। এ সময় বোরখা পড়া দুইজন মুখোশধারী হঠাৎ বাসায় ঢুকে গৃহবধু হালিমা আক্তার মীমের হাত পা বেধে গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে সিটকানী বন্ধ করে পালিয়ে যায়।

দুমকি থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত