টেকনোর ফেস্টিভ্যালে জনপ্রিয় তারকা স্মিতা চৌধুরী
স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর আয়োজনে দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। দেশের ফ্যাশনপ্রেমী, ইন্ডাস্ট্রির গুণিব্যক্তি এবং সোস্যাল মিডিয়ার জনপ্রিয় তারকাদের উপস্থিতি ছিলো এই ফেস্টিভ্যালে। তারার মেলায় বর্ণাঢ্য এই আয়োজনে বন্দরনগরী চট্টগ্রাম থেকে একমাত্র তারকা হিসেবে আমন্ত্রিত ছিলেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও সোস্যাল মিডিয়ার বহুল পরিচিত মুখ স্মিতা চৌধুরী।
গত সোমবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণদের অন্যতম প্রিয় গায়ক তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। ভিন্নরকম এই সন্ধ্যার আয়োজনের উপস্থাপক হিসেবে ছিল দ্য ঢাকা গাইস। তাদের প্রাণবন্ত, হাস্যরসপূর্ণ এবং মজাদার উপস্থাপনা অনুষ্ঠানে আগত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এদের মধ্যে চট্টগ্রাম থেকে অংশ নেয়া তারকা স্মিতা চৌধুরী নজর কাড়েন ঢাকার শত তারকার ভিড়ে।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধানে তাহসানের লাইভ মিউজিকের সঙ্গে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান এবং সামিনা সারার ফ্যাশন চয়েজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলোড়ন তৈরি করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত