জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় রহনপুর শ্রেষ্ঠ পৌরসভা
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে এবার জেলার শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছেন রহনপুর পৌরসভা।
শুক্রবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাশেষে রহনপুর পৌরসভাকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনের হাতে সম্মননা স্মারকটি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এর আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ ওরাও।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন এক প্রতিক্রিয়া বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভার গৌরব অর্জন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ দেন। সেই সঙ্গে রহনপুর পৌরবাসীকে অভিনন্দন জানান এবং এই অর্জন পৌরবাসির বলে তিনি জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত