পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে শায়খ লক্ষীপুরী

| আপডেট :  ১০ অক্টোবর ২০২৩, ০৬:০২  | প্রকাশিত :  ১০ অক্টোবর ২০২৩, ০৬:০২

কানাইঘাট (সিলেট)প্রতিনিধিঃ পবিত্র ওমরাহ হজ্ব পালনে গতকাল সোমবার সন্ধা ৭ ঘটিকার ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম বৃহত্তর সিলেটের শীর্ষ বুযূর্গ আলেম, শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরি।

সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত সহকারী হাফেজ মাওলানা জুবায়ের আহমদ কাসেমী। শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরিকে বিদায়ী অভ্যার্থনা জানাতে বিকেল ৩টার দিকে দারুল উলুম কানাইঘাট মাদরাসা থেকে ছাত্র, শিক্ষক ও বক্তবৃন্দ বিশাল গাড়িবহর নিয়ে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন।

শায়খ লক্ষীপুরী বলেন, পবিত্র ওমরাহ সুস্থভাবে যথাযথভাবে যেন পালন করতে পারেন, সে জন্য দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত